অর্ধেকের বেশি ভোটারকে বাদ দিয়ে নির্বাচনের পরিণতি হবে ভয়াবহ : ফখরুল
মোকাদ্দেস হায়াত মিলন, ঠাকুরগাঁও : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয়ের কথা ভেবেই একতরফা নির্বাচন করার অপচেষ্টা চালাচ্ছে; কিন্তু দেশের অর্ধেকের বেশি ভোটারকে বাদ নিয়ে নির্বাচনের সাহস দেখালে পরিণতি ভয়াবহ হবে।
শনিবার ১২ অক্টোবর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির উদ্যোগে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
প্রশাসনকে আগামী নির্বাচনে শতকরা ৫০ ভাগ ভোট কাস্ট করার নির্দেশ দেয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৪টিতে ভোটের বাক্স নিয়ে যাওয়া যাবে না। ২০টি জেলায় ভোটের বাক্স নিতে পারলেও দিন শেষে তা ফিরিয়ে আনা যাবে না। আর ২০টি জেলায় গায়ের জোরে ১০ ভাগ ভোট কাস্ট করতে পারবে। একথা বুঝতে পেরেই সরকার একতরফা নির্বাচন করতে চাচ্ছে।
সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা জেড মতুর্জা চৌধুরী তুলা, আক্তারুজ্জামান মিয়া, মোতাহার হোসেন, জেলা সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের আহ্বায়ক মাহেবুল্লাহ আবু নূর প্রমুখ।
No comments:
Post a Comment