চুনারুঘাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো

Friday, October 11, 2013

চুনারুঘাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো


চুনারুঘাট প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার ১১ অক্টোবর বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার খোয়াই স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।


altসমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশহুদুল কবীর, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পিপি আকবর হোসেন জিতু ও সাধারণ সম্পাদক আবু তাহের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফরহাদ হোসেন কলি, শাহ ফখরুজ্জামান, আবেদ হাসনাত চৌধুরী সনজু, চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম প্রমুখ।


উদ্বোধনী খেলায় স্বাগতিক হবিগঞ্জ জেলা দল ১-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন জাতীয় রেফারি সিলেট ক্রীড়া সংস্থার হেলাল চৌধুরী। খেলায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৮টি জেলা দল খেলায় অংশগ্রহণ করছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License