আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ছড়া দখল মুক্ত করতে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। যারা দীর্ঘ দিন-যাবত নগরীর জলাবদ্ধতা নিরসন করতে পারেন নি তা করতে আমার একটু সময় লাগবে। আমি নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে যায় সেই সময় তিনি আমাকে বলেন আপনি যে ভাবে পরিকল্পনা নিয়ে এসেছেন অতীতে তা এভাবে আমার কাছে নিয়ে আসেনি আমি অতীতে অনেক টাকা দিয়েছি সিলেট নগরীর উন্নয়নের জন্য কিন্তু তার কোন সুফল আমি পাইনি। তিনি বলেন এই টাকা কোথায় কি ভাবে খরচ হয়েছে তা তদন্ত চলছে শীঘ্রই আপনাদের সামনে যারা দুর্নীতি করে এই টাকায় ভাগ বসিয়েছেন তাদের মুখোশ উন্মোচন করা হবে। তিনি আরো বলেন ছড়া দখন মুক্ত করতে এবং সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনে সেনা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তিনি বলেন মানুষের দীর্ঘ দিনের অভ্যাস পরিবর্তন একটু সময় লাগবে তবে আমি যে কাজে হাত দিয়েছি নগরবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমি নগরবাসীকে সে জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল যানজট মুক্ত নগরী ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার অঙ্গীকার তা পূরণ করতে আমি কাজ করছি। সে ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। ছড়া অবৈধ দখল মুক্ত প্রসঙ্গে তিনি বলেন ছড়া কেউ অবৈধ ভাবে দখল করে রাখেন নাই তারা তাদের বাড়িঘর রক্ষা করতে বাধ দিয়েছেন সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তারা ছেড়ে দেবেন বলে আমি বিশ্বাস করি। তিনি সিটি কর্পোরেশনের পানি সরবরাহ প্রসঙ্গে বলেন আমি অতিতে বলেছি যারা অবৈধ পানির লাইন ব্যবহার করছেন তাদের পানির লাইন বৈধ করে ফেলুন না হয় পরে আপনারা সমস্যা পড়বেন। আর বড় বড় হোটেল-রেস্তেরা, এপ্যারটমেন্ট গুলোতে পানি ব্যবহারের জন্য মেশিন বসানোর পরিকল্পনা চলছে। আর তিনি আবার সবাইকে শারদীয় দুর্গা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন আগামী কোরবানি ঈদে রাস্তার পাশে কোন গরুর হাট বসতে দেওয়া হবে না কারণ আগামী বিশ্বকাপ ক্রিকেট ভেনু করার জন্য সিলেটে বিভিন্ন কার্যক্রম চলছে এমন কি আপনারা জানেন সেজন্য বিদেশী পর্যটকরা সিলেটে আসবেন সেখানে সেই বাজার গুলো নগরীর সৌন্দর্য নষ্ট করবে । তিনি আরো বলেন নগরীর কোন উন্নয়ন ৰেত্রে আমি আপোষহীন কাজ করে যাব। আপনাদের বলে দিচ্ছে যদি কোন ব্যক্তি আমার নাম ব্যবহার করে কোন অপকর্ম করেন সঙ্গে সঙ্গে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। আমি নগরবাসীর প্রতি অনুরোধ জানাই আমাকে সহযোগিতা করুণ আমার ছবি সম্বলিত কোন ব্যানার ফ্যাসটুন নগরীতে ব্যবহার করবেন না। পরিশেষে আপনাদের সকল সমস্যা আমার জানা আছে আমি পর্যায়ক্রমে আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্ঠা করে যাবো।
তিনি আজ সিলেট নগরীর বৃহত্তর রায়নগর, শিবগঞ্জ ও সোনারপাড়া এলাকাবাসী আয়োজিত জলাবদ্ধতা নিরসনে গোয়ালী ছড়া অবৈধ দখল মুক্ত শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান আলোচকের বক্তব্যে প্রবীণ রাজনীতিবীদ ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, বিগত কয়েক দিন আগের বৃষ্টিতে নগরীতে যে জলাবদ্ধতা হয়ে ছিল তা দর্জিপাড়াবাসীসহ সিলেট নগরীর সকল মানুষ অবলোকন করেছেন। তা কিন্তু মানুষের তৈরি জলাবদ্ধতা তা মানুষকে নিরসন করতে হবে। তাই আমাদের নাগরিক সকল সুযোগ সুবিধা আমরা নগর থেকে চেয়ে নিতে হবে। আসুন আমরা সকলে মিলে নগরীর সার্বিক উন্নয়নে আরিফুল হক চৌধুরীকে দলমত নির্বিশেষে সহযোগিতা করে একটি আধ্যাত্মিক রাজধানী গড়ে তুলতে কাজ করে যাই।
এলাকার বিশিষ্ট মুরব্বী আতাউর রহমান‘র সভাপতিত্বে হাবিব আহমদ এহসান‘র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ফয়জুর কয়েছ, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল হান্নান, হাজী সুলেমান খান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আজিজুর নূর, এলাকার মুরব্বী রফিক মিয়া, শফিকুর রহমান, আব্দুল মালিক জায়গীরদার, হোসেন আহমদ বাদল, বশির তালুকদার, ফার্বক উদ্দিন, সমিত্র চৌধুরী সেমল, মাহমুদ হোসেন, নিহাদ আহমদ, এজাজ আহমদ, লিমন আহমদ, রিয়াদ আহমদ, দুলাল আহমদ, ইমন আহমদ, সুমন আহমদ, তপু আহমদ, নাজিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রকিব রকু।
জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ছড়া দখল মুক্ত করতে প্রয়োজনে সেনা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে -আরিফুল হক চৌধুরী
Friday, October 11, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment