বর্তমান সরকার ধর্ম-বর্ণের উর্ধ্বে থেকে দেশের উন্নয়নে কাজ করছে

Friday, October 11, 2013

Asfak Chirman Photo-11-10-13সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার ধর্ম-বর্ণের উর্ধ্বে থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আওয়ামীলীগ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কারণ সকল ধর্মের মানুষ যাতে তাদের ধর্মকর্ম সঠিকভাবে শান্তিতে পালন করতে পারে।

গত ১১ অক্টোবর শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার বুরজান চা বাগানে বন্ধন চা জনগোষ্ঠী কল্যাণ পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। পরিষদের সভাপতি পঞ্চু ছত্রীর সভাপতিত্বে ও সুধীর কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল ইসলাম, চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাতী, যুবলীগ নেতা আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কুমার চাষা, সাধারণ সম্পাদক দুখেন গোয়াল, নান্টু রঞ্জন সিং, করুণা মোহন বাক্তি, মোহন লাল সীল, মুক্তা চাষা, সেতু তাতী, শিপেন লোহার, সুবির চাষা, দুলাল ছত্রী, চঞ্চল মিয়া, সেলিম আহমদ, সঞ্জয় লোহার, সুশীল লিটন নায়েক, অপু কর্মকার, বুলু নায়েক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, চা জনগোষ্ঠীর মান উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ফলশ্র“তিতে তাদের প্রজন্ম অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই শিক্ষার ফলে তারা দেশের জন্যে অনেক কিছু করতে পারবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের উন্নয়ন উগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে। পরে উপজেলার বরাদ্দকৃত ২ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের উদ্বোধন করেন তিনি। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License