শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে ভাষাসৈনিক অধ্যাপক আবুল বশর চিরনিদ্রায় শায়িত

Saturday, October 12, 2013

শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে ভাষাসৈনিক অধ্যাপক আবুল বশর চিরনিদ্রায় শায়িত


নিজস্ব প্রতিবেদক : প্রিয় সহকর্মী, ছাত্রছাত্রী ও গুণগ্রাহীসহ সর্বস্তরের সিলেটবাসীর শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে প্রবীণ শিক্ষাবিদ, সাহিত্য গবেষক ও ভাষাসৈনিক অধ্যাপক আবুল বশর মহানগরীর মানিক পীর (র) টিলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।


শনিবার ১২ অক্টোবর বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজার পর দেশমাতৃকার এই কৃতি সন্তানকে বিকেল ৫টায় সমাহিত করা হয়।


এর আগে অধ্যাপক মো. আবুল বশরের মরদেহ বিকেল ৪টা থেকে আধাঘণ্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এখানে মুক্তচিন্তার এই বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হাবীব, সদর উজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. নজরুল হক চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, অধ্যাপক নন্দলাল শর্মা, পাবলিক প্রসিকউিটর মিছবাহ উদ্দিন সিরাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশন ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল-আজাদ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License