ছাতকে শারদীয় দুর্গোৎসব : মণ্ডপ তৈরি হয়েছে টাইটানিক ও রাজবাড়ির মতো
আব্দুল আলিম, ছাতক : সুনামগঞ্জের ছাতকে ২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজা শুরুর কয়েকদিন আগে থেকেই প্রতিটি মণ্ডপে লেগে গিয়েছিল উৎসবের আমেজ। বৃহস্পতিবার ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে মুল আনুষ্ঠানিকতা। এ বছর নিরাপত্তা ব্যবস্থাও বিশেষভাবে জোরদার করা হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পশহর ছাতকের মণ্ডপগুলোর মধ্যে মন্ডলীভোগ এলাকায় চৈতন্য সংঘ আর মহামায়া সংঘের পূজামণ্ডপ দেখতে যেমনি অত্যন্ত আকর্ষণীয় তেমনি এ গুলো তৈরিতেও বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। মহামায়া সংঘের মণ্ডপটি বানানো হয়েছে রাজবাড়ির মতো করে। অন্যদিকে চৈতন্য সংঘের মণ্ডপটি যেন জগৎখ্যাত টাইটানিক জাহাজ। এ দুটি মণ্ডপ দেখতে পূজার ৩দিন আগে থেকেই দর্শণার্থীরা ছুটে আসতে শুরু করেন।
No comments:
Post a Comment