বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক বদিউল আলম বলেছেন, আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা সৈরতন্ত্রের ধারক-বাহক। তাদের জুলুম-নির্যাতন এবং নিস্পেষণে দেশের জনগণ অতিষ্ঠ। দুঃশাসনের কবল থেকে দেশের মানুষ মুক্তি পেতে চায়। তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর এ সরকারের সাংবিধানিক মেয়াদ শেষ হবে। সরকার যদি দেশের জনদাবী অনুযায়ী নির্দলীয়- নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তা হলে সারাদেশে দাবানল জ্বলবে। জুলুমশাহী সরকারের কবল থেকে দেশের গণতন্ত্র, ইসলাম এবং জনগণকে রক্ষার জন্য শীঘ্রই দূর্বার সংগ্রাম শুরু হবে। সৈরাচারী শেখ হাসিনাকে হঠাতে শুরু হওয়া আন্দোলন-সংগ্রামে ছাত্রশিবিরের সকল কর্মীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তিনি গত বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা দক্ষিণের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে এবং উত্তর ও পশ্চিম শাখার সভাপতি ছাদিকুর রহমান ও সফি আহমদ মুন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি এস.এম মনোয়ার হোসেন, সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, জেলা পশ্চিমের সাবেক সভাপতি ফরিদ আল মামুন, জেলা পূর্বের ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারী মুফাচ্ছির আহমদ ফয়েজী, ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারী কলেজ সভাপতি জাহাঙ্গির আলম, উপজেলা দক্ষিণ, উত্তর ও কলেজ সেক্রেটারী যথাক্রমে জাকারিয়া আহমদ, মাহমুদুল হাসান ও রেদওয়ানুল করীম রামিম। বিজ্ঞপ্তি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment