গৃহকর্মী নির্যাতকদের প্রতি সজাগ থাকলে নির্যাতনের ঘটনা ঘটবেনা

Saturday, October 12, 2013

আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার ঃ “জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” কবিতার এ লাইনটি আবৃত্তি করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন- যারা গৃহকর্মীদের নির্যাতন করে তাদের প্রতি সমাজের মানুষ সজাগ থাকলে এ ধরনের নির্যাতনের ঘটনা আর ঘটবেনা। গতকাল ১২ অক্টোবর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের উদ্যোগে দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের সভাপতি অধ্যাপিকা ফেরদৌসৗ সুলতানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাধুবী মজুমদারের পরিচালনায় উক্ত বস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম, স্থানীয় দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ ও বিশিষ্ট রোটারিয়ান সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু, সহ সভাপতি শিক্ষিকা শামসুন নাহার বেগম,,রোটারী ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের সাধারন সম্পাদক এডভোকেট হাফিজ মোঃ আব্দুল আলিম, খোরশেদা আমিন খুকু প্রমুখ। ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন- ঈদ ও দুর্গা পুজার সময়োপযোগী এই বস্ত্র বিতরনের কারণে ছোট্ট পরিসরে হলেও দুঃস্থ ও অসহায়দের মধ্যে আনন্দটা ভাগাভাগি করা যাবে। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরন করেন সাহিদা রহমান সাম্মি, মনি বেগম ও রানী বেগম।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License