আমাদের সিলেট ডটকম:
ছাতকে ভেজাল বিরোধী অভিযানে ৫টি ফার্মেসীকে ২৫হাজার টাকা জরিমানা ও ৩ফার্মেসী মালিককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে পৌরসভার নোয়ারাইবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ রাজিব চক্রবর্তী ও এসআই আব্দুর রশিদ সরকারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়াদ উত্তির্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশ, ফার্মেসী ও পরিচালকের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালত নোয়ারাই বাজারের নুর ফার্মেসীর মালিক মাহমুদূননুর, রাজেন্দ্র হোমিও হলের মালিক ডাঃ রুপেন্দ্র লাল দাস, রানাকান- হোমিও হলের মালিক রানাকান- দাসকে ৬ মাসের সাজা ও ৫হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া শান্ত ফার্মেসীর মালিক শাহ মোজাহিদ আলী ও অনুকুল ফার্মেসীর মালিক মন’ষ কুমার দাসকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। ড্রাগ অর্ডিন্যান্স ১৯৪০ ও ড্রাগ অধ্যাদেশ ১৯৮২ এর ২৭ধারায় এ শাাসি- প্রদান করা হয়।
ছাতকে অবৈধ ফার্মেসিকে জরিমানা
Monday, September 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment