আমাদের সিলেট ডটকম:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘বাসিয়া নদী’ থেকে মঙ্গলবার রাত ৮টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এসময় নিহত ব্যক্তির পেন্টের পকেট থেকে তিনটি আইডি কার্ড পাওয়া যায়। আইডি কার্ডে লেখা নিহত ব্যক্তির নাম অভিজিৎ দাশ। পিতার নাম মৃত লুহিত কুমার দাশ। ঠিকানা এইচপিসি টাউনসিপ কোয়ার্টার নং ১৭৮ (মাইক্রো এরিয়া) থানা পঞ্চগ্রাম জেলা হাইলেকেন। দ্বিতীয় আইডি কার্ডে একই নাম একই পিতার নাম রয়েছে। ওই কার্ডে লেখা হিন্দুস্থান পেপার কর্পোরেশন লিমিটেড চাচর পেপার মিল পঞ্চগ্রাম। ৭৮৮৮০২ এ টেস (এফআইটি) ম্যাচ ওয়ার্কসপ। তৃতীয় আইডি কার্ডে নিহতের নাম ও পিতার নাম একই লেখা পাওয়া যায়। ওই কার্ডে আরো লেখা রয়েছে গর্ভমেন্ট অব আসাম, গ্রাম শ্রীকুনা ডাক শীলচর, চাচর ৭৮৮০২৬।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। তিনি বলেন, বন্যার পানিতে ওই ব্যক্তির লাশ ভেসে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বিশ্বনাথে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
Wednesday, October 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment