বিশেষ প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারো আমেরিকার লস এঞ্জেলেসে আয়োজন করা হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শত ব্যস্ততার মধ্যেও বিদেশের মাটিতে একত্রিত হয়ে দেবী দুর্গার আরাধনা করার উদ্যোগে প্রবাসী হিন্দু কমিউনিটির মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
৩, ৪, ৫ এবং ১২ অক্টোবর বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী সার্বজনীন দুর্গাপূজা ও দিনব্যাপী লক্ষীপূজার। এবারের আয়োজনে থাকছে মায়ের আরাধনাসহ নামী-দামী শিল্পীদের মনমাতানো নাচ, গান, আবৃত্তি, আরতি ও সিঁদুর খেলাসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সকলের জন্য প্রসাদ এবং মধ্যাহ্ন ও নৈশ ভোজসহ ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে।
এবারো থাকছে ২০১৪ সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির পক্ষ থেকে সম্মাননা।
মায়ের আশীর্বাদ এবং সকলের সাহায্য ও সহযোগিতায় সার্বজনীন দুর্গাপূজা ও লক্ষীপূজা সফল হবে বলে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির সাধারণ সম্পাদক এস. এস নন্দী তাপস আশা প্রকাশ করেছেন।
আমেরিকার লস এঞ্জেলেসে শারদীয় দুর্গোৎসবের আয়োজন ॥ থাকছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা
Monday, September 29, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment