নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ মাস ধরে নিখোঁজ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবিতে তার পরিবার ও আত্মীয়স্বজন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বুধবার ১ অক্টোবর দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি দেয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেডএম নূরুল হক তা গ্রহণ করেন।
ইফতেখার আহমদ দিনারের ছোট বোন তাহছিন শারমিন তামান্না স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইফতেখার আহমদ দিনার ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থানকালীন ২০১২ সালের ৩ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়স্বজন, পরিবারের সদস্যবৃন্দ, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষিরা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ এবং খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
দিনারের সন্ধান দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ॥ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির ডাক
Wednesday, October 1, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment