আমাদের সিলেট ডটকম: সিলেট নগরীর বাগবাড়ীস্থ নিউ ন্যাশন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরনের ৬ দিন পেরিয়ে গেলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ওই স্কুলের সামনে এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর নবাব রোডের ছালিয়া ভিলা ১৫০/৮ নং বাসার প্রবাসী শহিদ আহমেদ ও অপহৃত ছাত্রীর মা সাফিয়া আহমেদ রুজি বাদি হয়ে এক বখাটের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। নং-১ (০১-১০-১৪)।
মামলার এজাহারনামীয় আসামীরা হলো- ছাতকের কুছুরবন্দিগবিন্দপুর চানপুড়ী বাড়ির ওয়ারিছ আলীর পুত্র আজিজুর রহমান আতিকুর ওরফে সুমন মিয়া (২৩)। বর্তমানে সে নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা।
এদিকে, গত বুধবার রাতে ওসমানীনগর এলাকা থেকে পুলিশ অপহরণকারী সন্দেহে ওই মামলার এজাহারনামীয় আসামী আজিজুর রহমান আতিকুর ওরফে সুমন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে। সুমন ছাড়া অন্যরা হচ্ছে- সুনামগঞ্জের তাহিরপুর থানার ইসলামপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র জুয়েল মিয়া (১৯) ও হবিগঞ্জের নবীগঞ্জ থানার গোদাখাইর গ্রামের আকলিছ মিয়ার পুত্র বর্তমানে নগরীর নতুন বাজার রোডের বাসিন্দা মাজিদুর রহমান (২৫)। বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতারকৃতদের ৫৪ ধারায় সিলেট আদালতে সোপর্দ করে।
আসামী গ্রেফতারের খবর পেয়ে তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই হাসিনা আক্তার আখি এ অপহরণের ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত ওই মামলার এজাহারনামীয় আসামী আজিজুর রহমান আতিকুর ওরফে সুমন মিয়াসহ উল্লেখিত তিনজনকে অপহরন মামলায় গ্রেফতার দেখানোর জন্য বৃহস্পতিবার আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নিউ ন্যাশন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে কথিত বখাটে আজিজুর রহমান আতিকুর ওরফে সুমন মিয়া তাকে উত্যক্ত করে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর দুপুর আড়াই টার দিকে ছাত্রী ওই স্কুলের সামনে আসলে সেখান থেকে সুমন মিয়াসহ তার লোকজন তাকে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে স্কুল ছাত্রীর পরিবার স্কুল থেকে বাসায় ফিরতে না দেখে তারা তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে পাননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই হাসিনা আক্তার আখি জানান, আজিজুর রহমান আতিকুর ওরফে সুমন মিয়া, জুয়েল মিয়া ও মাজিদুর রহমানকে গত বুধবার রাতে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে ৫৪ ধারায় সোপর্দ করে। ধৃতরা অপহরন মামলার সন্দিগ্ধ আসামী। তাই তাদেরকে এ অপহরণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারাই ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রীকে অপহরন করে নিয়ে যায়। পরে আদালতের নির্দেশে ধৃতদের জেলে পাঠানো হয়। তিনি আরো বলেন, মামলার মুল রহস্য উদঘাটন ও ভিকটিমকে উদ্ধারসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
সিলেটে অপহৃত স্কুল ছাত্রী ৬ দিনেও উদ্ধার হয়নি
Thursday, October 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment