আমাদের সিলেট ডটকম:
সমপ্রতি কেন্দ্র ঘোষিত সিলেট ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও দ্রোহের অবসান হয় নি। সোমবার রাতে প্রায় ২ ঘন্টা এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বৈঠক হয়। এ সময় খালেদা জিয়া কয়েক দিনের সময় নিয়েছেন বলে মঙ্গলবার দুপুর ১টায় ছাত্রদলের একটি অভ্যন্তরীণ সূত্র আমাদের সিলেট ডটকমকে নিশ্চিত করে।
এদিকে, সিলেট ছাত্রদলের পদবঞ্চিতদের পদত্যাগের প্রাক্কালে সিলেট বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করে পদত্যাগ থেকে সরিয়ে আনলেও দ্রুত বিষয়টি সমাধানে না যাওয়াতে বিদ্রোহীরা গণপদত্যাগের দিকেই এগুচ্ছেন বলে জানায় একটি সূত্র। তাদের সাথে একাত্ম হয়ে সিলেট বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকর্মীও পদত্যাগ করবে বলে কানাগুষা চলছে। বিএনপির পদত্যাগেচ্ছুকদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নামও রয়েছে। সূত্র জানায়, ২/১দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে।
উল্লেখ্য, নবঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বহাল থাকবে নাকি বিদ্রোহী অংশের দাবি মেনে নিয়ে কমিটি বাতিল করা হবে, সেই সিদ্ধান- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার দেয়ার কথা ছিলো।
সমপ্রতি ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সৃষ্টি হয় গৃহদাহ। নতুন কমিটি ঘোষণার পরপরই বিদ্রোহ ঘোষণা করে সিলেট ছাত্রদলের পুরাতন কমিটির বেশিরভাগ নেতাকর্মী। তাদের সাথে অবশ্য একাত্মতা ঘোষণা করেন নতুন কমিটিরও কয়েকজন। এর গৃহদাহের ধারাবাহিকতায় সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়েন পরস্পর। নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সাঈদ আহমদকে অবরুদ্ধ করা এবং কমিটির পক্ষ-বিপক্ষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও কমিটি প্রত্যাখ্যান করা বিদ্রোহী নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে নবগঠিত জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সিলেটে অবাঞ্চিত ঘোষণা করেন।
এদিকে নগরীর সাপ্লাই এলাকায় দুপৰের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পাওয়ার প্রথম দিনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ।
পরবর্তীতে কমিটি নিয়ে বিরোধের জেরে কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামের পর গত ২৩ সেপ্টেম্বর গণপদত্যাগের ডাক দেন বিদ্রোহী ছাত্রদল নেতাকর্মীরা। এ লক্ষ্যে নগরীর একটি কমিউনিটি সেন্টারেও জড়ো হন তারা।কিন্তু নবগঠিত কমিটির ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে এ ব্যাপারে আলোচনা করে দুরবস্থার নিরসন করা হবে- এ মর্মে সিলেট বিএনপির নেতৃস্থানীয়রা আশ্বাস দিলে বিদ্রোহীরা গণপদত্যাগের সিদ্ধান্ত থেকে সাময়িক সরে আসেন।
এর দু দিন পরই গত শনিবার দুপক্ষই নগরীতে পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা করে। তবে পুলিশি তৎপরতায় বড় ধরণের কোনো সহিংতা ঘটেনি।
সিলেট ছাত্রদলের কোন্দল: সময় নিয়েছেন খালেদা ॥পদত্যাগের দিকে এগুচ্ছে সিলেট ছাত্রদলের বিদ্রোহীরা ॥ সাথে বিএনপির একাংশ
Tuesday, September 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment