আমাদের সিলেট ডটকম:
সিলেট-২ আসনের কোথাও কোনো বাশেঁর সাকো থাকবে না বলে জানিয়েছেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী। তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মাতাবপুর গ্রামে বাশেঁর সাকো দিয়ে স’ানীয় লোকজন যাতায়াত করা সাকোটি পরিদর্শনকালে একথা বলেন। তবে এ প্রতিশ্রুতি কতোটা বস্তবায়ন করতে পারবেন এটি সময় বলে দেবে- মন্তব্য করছেন সংশিৱষ্টরা।
শনিবার ইয়াহ্ইয়া চৌধুরী অবহেলিত মাতাবপুরবাসীর কাছ থেকে এলাকার সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। এ সময় এলাকাবসী মাতাবপুর, সোনাপুর, মির্জাগাও, আকিলপুর ও খালপাড় এলাকার কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী, রোগীসহ সকলেই ওই সাকো দিয়ে কষ্ঠ করে যাতায়াত করছেন বলে জানান। জবাবে সংসদ সদস্য ওই বাশেঁর সাকো সরিয়ে খুব শীঘ্রই একটি ব্রীজ নির্মানের আশ্বাস প্রদান করে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের সেবা করার জন্য। আমার দায়িত্ব আপনাদের কল্যানে কাজ করা আর এলাকার উন্নয়ন করা।
সিলেট-২ আসনের কোথাও বাশেঁর সাঁকো থাকবে না!
Saturday, October 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment