আমাদের সিলেট ডটকম
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মাসিক সম্মানীর বিষয়টি জাতির সামনে পরিষ্কার করার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা বলেন। পাশাপাশি সাংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অন্তঃসার শূন্য বলেও দাবি করেছে দলটি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য রেখেছেন তার প্রতিক্রিয়ায় শফিকুর রহমান বলেন, ‘দেশবাসী জানতে পেরেছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে সরকার প্রতিমাসে ১ কোটি ৬০ লক্ষ টাকা সম্মানী প্রদান করে থাকে। আর কোন কোন উপদেষ্টাকে জনগণের টাকা এভাবে সম্মানী প্রদান করা হচ্ছে তা দেশবাসী জানতে চায়।’
শফিকুর রহমান বলেন, ‘মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে গত ৩ অক্টোবর গণভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যে দিক-নির্দেশনাহীন বক্তব্য রেখেছেন তা জাতিকে হতাশ করেছে। তার এ বক্তব্য দেশবাসী প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, ‘জাতি আশা করেছিল তিনি বাস্তব অবস্থার আলোকে ২০ দলীয় জোটের সঙ্গে সংলাপের উদ্যোগ গ্রহণ করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে অগ্রসর হবেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু সরকার তা বিবেচনায় না নিয়ে ক্ষমতায় থাকার জন্য যে দাম্ভিকতা দেখিয়েছে তা জাতির কাছে গ্রহণযোগ্য নয়।’ আবদুল লতিফ সিদ্দিকীর ইসলাম বিরোধী বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায়-দায়িত্ব সরকার যেমন অস্বীকার করতে পারে না, তেমনি আওয়ামী লীগও পারে না। কাজেই আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।’
No comments:
Post a Comment