আমাদের সিলেট ডটকম:
আমেরিকান ভিসার জন্য এবার থেকে আর সিলেটীদের ঢাকায় দৌঁড়ঝাঁপ দিতে হবে না। রোববার সকালে আমেরিকান দূতাবাস, ঢাকার ভাইস কনসাল মিস্টার উইল রমিনি’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে সিলেটে প্রথমবারের মতো আমেরিকান ভিসা সেন্টারের কার্যক্রম চালু হয়েছে। নগরীর জেলরোড আনন্দ টাওয়ারস্থ নিচ তলায় সায়মন ওভারসিজ লি. ১/এ-তে এ ভিসা সেন্টার উদ্বোধন করা হয়।
জানা গেছে, এখন থেকে আমেরিকার ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ঢাকার পরিবর্তে সিলেট অফিস হতে সরাসরি জমা ও সংগ্রহ করতে পারবেন। এছাড়া, ২০০৮ সালের পর যাদের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে- তারা ইন্টারভিউ ছাড়া ড্রপ বক্স-এর মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সেন্টার থেকে পরবর্তীতেদ আমেরিকান সিটি সার্ভিসও প্রদান করা হবে। ঢাকার বাইরে আমেরিকান ভিসা সেন্টারের কার্যক্রম প্রথম সিলেটে চালু করা হলো। আগামী ১ অক্টোবর চট্টগ্রামে আমেরিকান ভিসা সেন্টারের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম এ মোহাইমিন সালেহ, সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পুলিশ সুপার নূরে আলম মিনা ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী এবং জিএসএস প্রতিনিধি ইয়ামী সালেহ প্রমুখ।
আমেরিকান ভিসা: এবার আর ঢাকায় যেতে হবে না সিলেটীদের
Sunday, September 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment