আমাদের সিলেট ডটকম:
ছাতক প্রেসক্লাবের নামে হারুন-আলিম নেতৃত্বাধিন কমিটির কার্যক্রমের উপর অনর্-বর্তীকালিন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জের সিনিয়র সহকারি জজ নজরুল ইসলাম এ নিষেধাজ্ঞা জারি করেন। বাদী পক্ষে স্বত্ব মামলা নং-৫৩/২০১৪ পরিচালনা করেন, এডভোকেট ড. মুফাচ্ছির মিয়া, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট বজলুর রশিদ, এডভোকেট শামছ উদ্দিন, এডভোকেট ফওয়াদুল জওয়াদ, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট নুরুল আলম প্রমুখ। এজাহারে অভিযোগ করা হয়, গত ২১সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সম্মেলন আহবান করে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগী সৈয়দ হারুন অর-রশীদ, আব্দুল আলিম, বিজয় দত্ত ও রাজ উদ্দিন কথিত ছাতক প্রেসক্লাব নাম দিয়ে একটি অবৈধ কমিটি ঘোষনা দেন। এরই প্রেক্ষিতে প্রেসক্লাবের মুল সংগঠনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার বাদী হয়ে ৪পদত্যাগীসহ তাদের সহযোগী বদর উদ্দিন আহমদ, শাহ আখতারুজ্জামান, নুর মিয়া রাজু, বিজয় রায়, তপন জ্যোতি, হামিদুর রহমান বাবলু ও কৃপেশ চন্দের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার আদেশে ছাতক প্রেসক্লাব নাম ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হারুন-আলিম নেতৃত্বাধিন ছাতক প্রেসক্লাবের উপর আদালতের নিষেধাজ্ঞা
Thursday, October 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment