নিজস্ব প্রতিবেদক : আমেরিকায় বসে পবিত্র ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রীসভা থেকে অপসারিত আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেটে মামলা দায়ের হয়েছে।
মামলাটি গ্রহণ করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম সরকারের অনুমতি নিয়ে অভিযোগের ব্যাপারে তদন্ত করে ২০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কোতয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বুধবার ১ অক্টোবর বিকেলে এই আদেশ দেয়া হয়। এর আগে দুপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলাটি দায়ের করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্না। বিচারক শাহেদুল করিম মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি শুনেন।
বাদির আইনজীবী মো. সাইফুর রহমান জানান, আব্দুল লতিফ সিদ্দিকী ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাই তার বিচার দাবি করে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদি মাসুদুর রহমান খান মুন্না জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়।
ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেটে মামলা ॥ তদন্ত প্রতিবেদন ২০ অক্টোবর
Wednesday, October 1, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment