সিলেটে জালালাবাদ গ্যাস-এর তিনকোটি টাকার জায়গা দখল

Wednesday, October 1, 2014

আমাদের সিলেট ডটকমঃ সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) সিস্টেমস এর তিন কোটি টাকার জায়গা দখল করে নিয়েছে প্রভাবশালীরা। উচ্চ আদালতের স্থিতাবস্থা ও নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ ভুমি দখল করা হয়েছে। জবরদখলের এ ঘটনায় জালালাবাদ গ্যাস এর পক্ষে উপ মহাব্যবস্থাপক (সংস্থাপন) মো. আমিনুল ইসলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিত পুলিশ বুধবার দুপুরে ঘটনাস’ল পরিদর্শন করে দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মাহবুব আলম জানান- ২০০২ সালে জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেমস লিমিটেড সিলেট নগরীর মেন্দিবাগস্থ প্রধান কার্যালয় সংলগ্ন ৮৮ শতক জায়গা অধিগ্রহণ করে নামজারি করে। এরপর থেকে ওই জায়গার নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছে কোম্পানী। পরবর্তীতে ওই জায়গার দক্ষিণাংশের মেন্দিবাগ রাস্তা সংলগ্ন ১৫ শতক জায়গার মালিকানা দাবি করে ২০০৭ সালে উচ্চ আদালতে মামলা দায়ের করেন মেন্দিবাগের আবদুস সোবহান। তার মৃত্যুর পর তার ছেলে আবদুর রহমান গং মামলায় পক্ষভূক্ত হন। মামলার প্রেক্ষিতে আদালত ওই জায়গার উপর স্থিতাবস্থা জারি করেন।

মাহবুব আলম আরও জানান- গত রোববার রাতে আবদুর রহমান ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গায় মাটি ভরাট করে বালু ও ইট রেখে দখল করে রেখেছেন। বিষয়টি সোমবার কোম্পানী সচিব ও মহাব্যবস’াপককে (প্রশাসন) লিখিতভাবে অবগত করা হয়েছে। এছাড়া কোম্পানীর নিজস্ব আইনজীবীর সাথেও আইনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।

এ ব্যাপারে আবদুর রহমান জানান- তিনি জালালাবাদ গ্যাসের জায়গা দখল করেননি। তার মালিকানা জায়গায় মাটি ভরাট করেছেন। বালু ও ইট তিনি রাখেননি বলে দাবি করেন।

এদিকে, পুলিশ কমিশনারের নির্দেশে সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম বুধবার ঘটনাস’ল পরিদর্শন করেন। তিনি জানান- সরেজমিন পরিদর্শনে জায়গা দখলের সত্যতা পেয়ে দখলদারকে ওই জায়গার উপর রাখা ইট ও বালু সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় উভয় পক্ষকে ওই জায়গা কোন ধরণের নির্মাণ না করতে বারণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান- যে জায়গায় মাটি ভরাট করা হয়েছে ওই জায়গার শতক প্রতি মূল্য নূন্যতম ২০ লাখ টাকা। সে হিসেবে দখলকৃত জায়গার মূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে জানান তারা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License