আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধুর বাজার এলাকা থেকে অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ হাতে নাতে হারুনুর রশিদ নোমান (৩৪) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত হারুনুর রশিদ নোমান রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দুলিছড়া গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। সোমবার রাত ১০টায় মৌলভীবাজার ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা জানান- গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোবারক সঙ্গীয় ফোর্সসহ ক্রেতা সেজে সহকারী পুলিশ
সুপার এস.এম সিরাজুল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ হারুনুর রশিদ নোমানকে হাতে নাতে আটক করে। রাজনগর থানা সহ জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের ‘ক্রয়-বিক্রয়’র নাটকজালে অস্ত্র ব্যবসায়ী বন্দি
Monday, September 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment