সিলেট ছাত্রদলের কোন্দল: কী হচ্ছে আজ?

Sunday, September 28, 2014

আমাদের সিলেট ডটকম: অবশেষে খোদ দলের প্রধানকেই কোন্দলে মাথা গলাতে হলো। নবঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বহাল থাকবে নাকি বিদ্রোহী অংশের দাবি মেনে নিয়ে কমিটি বাতিল করা হবে, সেই সিদ্ধান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সোমবার দিচ্ছেন। এ বিষয়টি আমাদের সিলেট ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রদল কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ। তিনি বলেন, ‘দেশপ্রেমিক জননেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগীদেরই মূল্যায়ন করবেন আশা করি। তার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে সিলেট ছাত্রদলের নতুন কমিটি কিংবা বিদ্রোহীদের ভবিষ্যত।’ খালেদার পক্ষ থেকে আসা সিদ্ধান্ত আপনাদের দাবির বিপরীতে গেলে কী করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখা যাক- অবস্থা বুঝে ব্যবস্থা’। এদিকে, সিলেট ছাত্রদলের গৃহদাহ মেঠাতে খালেদা জিয়া সিলেট বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদলের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে পাঠাতে পারেন বলেও একটি সূত্র জানায়। উল্লেখ্য, স¤প্রতি ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে গৃহদাহ। নতুন কমিটি ঘোষণার পরপরই বিদ্রোহ ঘোষণা করে সিলেট ছাত্রদলের পুরাতন কমিটির বেশিরভাগ নেতাকর্মী। তাদের সাথে অবশ্য একাত্মতা ঘোষণা করেন নতুন কমিটিরও কয়েকজন। এর গৃহদাহের ধারাবাহিকতায় সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়েন পরস্পর। নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সাঈদ আহমদকে অবরুদ্ধ করা এবং কমিটির পক্ষ-বিপক্ষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও কমিটি প্রত্যাখ্যান করা বিদ্রোহী নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে নবগঠিত জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সিলেটে অবাঞ্চিত ঘোষণা করেন। এদিকে নগরীর সাপ্লাই এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পাওয়ার প্রথম দিনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ। পরবর্তীতে কমিটি নিয়ে বিরোধের জেরে কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামের পর গত ২৩ সেপ্টেম্বর গণপদত্যাগের ডাক দেন বিদ্রোহী ছাত্রদল নেতাকর্মীরা। এ লক্ষ্যে নগরীর একটি কমিউনিটি সেন্টারেও জড়ো হন তারা। কিন্তু নবগঠিত কমিটির ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে এ ব্যাপারে আলোচনা করে দুরবস্থার নিরসন করা হবে- এ মর্মে সিলেট বিএনপির নেতৃস্থানীয়রা আশ্বাস দিলে বিদ্রোহীরা গণপদত্যাগের সিদ্ধান্ত থেকে সাময়ীক সরে আসেন। এর দু দিন পরই গত শনিবার দুপক্ষই নগরীতে পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা করে। তবে পুলিশি তৎপরতায় বড় ধরণের কোনো সহিংতা ঘটেনি। এমতাবস্থায় আজ সোমবার সিলেট ছাত্রদলের কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।


against


cdol





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License