আমাদের সিলেট ডটকম: মহনবী (সা.) এবং হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশে ঝড় তোলার পর এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আন্তর্জাতিক নিউজ চ্যানেল আলজাজিরার অনলাইন ভার্সনে লতিফ সিদ্দিকীকে অপসারণ করার সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, লতিফ সিদ্দিকী হজ এবং হাজিদের ‘সমালোচনা’ করলে ইসলামী দলগুলো বিক্ষোভে ফেটে পড়ে। তারা মুরতাদ আখ্যা দিয়ে তার অপসারণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলে ওই জ্যেষ্ঠ মন্ত্রীকে সরিয়ে দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউ ইয়র্ক সফরে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’তিনি বলেন, ‘এই হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই, শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’এমন মন্তব্যের পর টেলিযোগাযোগমন্ত্রীকে ‘মুরতাদ’ ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এছাড়া প্রধান বিরোধী দল বিএনপি তার বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ইসলামপন্থীদের দাবি মেনে নিয়ে তাকে সরিয়ে দেয়া হচ্ছে কিনা এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এছাড়া বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত অরাজনৈতিক তাবলিগ জামাত নিয়েও ‘বিরূপ’ মন্তব্য করে টেলিযোগাযোগমন্ত্রী। তবে এ বিষয়ে তাবলিগ জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।এর আগে সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক আরব নিউজ তাদের অনলাইন ভার্সনে হজ নিয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্য ও প্রতিক্রিয়ার সংবাদ প্রকাশ করে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment