আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর তালতলাস’ হোটেল বিলাসের সামনে থেকে কামাল কান্তি দে নামক এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। কামাল কানি- দে নগরীর শাহপরানস’ বাহুবল আবাসিক এলাকার ৬ নং বাসার রবীন্দ্র কানি- দে’র ছেলে।
পুলিশি সূত্রে জানা গেছে, কামাল কান্তি দে নগরীর শেখঘাটস’ পূবালী ব্যাংক শাখা থেকে ৬ লাখ টাকা তুলে বাসায় ফিরছিলেন। তিনি তালতলাস্থ হোটেল বিলাসের সামনে আসামাত্র ৫টি মোটরসাইকেলে ৮-১০ জনন ছিনতাইকারী কামালের গতিরোধ করে তার হাতে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত কামাল কান্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট নগরী থেকে ৬ লাখ টাকা ছিনতাই
Tuesday, September 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment