নিখোঁজ ইলিয়াস আলীর নামে তিন হাজার পশু কোরবানী হবে!

Saturday, October 4, 2014

আমাদের সিলেট ডটকম:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর নামে এবারের ঈদুল আযহা (কোরবানীর ঈদে) সিলেট বিভাগে প্রায় তিন হাজার পশু কোরবানী হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের কোরবানির পশুতে তাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নাম দিবেন বলে অনেকেই জানিয়েছেন। গত বছরেও ইলিয়াস আলীর নামে প্রায় দুই হাজার পশু কোরবানি দেওয়া হয়েছিল।

এদিকে, ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে পাঁচটি পশু এবার কোরবানি দেওয়া হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামধানায় তাঁর মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সাথে ঈদ করবেন ইলিয়াসের সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা, ছেলে আবরার ইলিয়াস, নাবিদ, মেয়ে সাইয়ারা নাওয়াল। শনিবার তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে ভীড় জমান।

খোঁজ নিয়ে জানা যায়, ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ-বালগঞ্জ-ওসমানীনগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসছেন বলে খবর পাওয়া গেছে। এসময় তারা ইলিয়াস আলীর বাড়িতে এসে তার মা সূর্যবান বিবি ও স্ত্রী তাহসিনা রুশদী লুনার সাথে সাক্ষাৎ করেন। বাড়িটি ছিল লোকে লোকারণ্য। দল বেঁধে মানুষ তাঁর বাড়িতে আসছেন। এতে বেশিরভাগ লোকজন ছিল বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইলিয়াস সর্মথনকারি।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি। ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করছেন। তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনও জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন।

ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক জানান, সিলেট বিভাগের প্রায় তিন হাজার বিএনপি ও ইলিয়াস সর্মথকরা তাদের কোরবানীর পশুতে ইলিয়াস আলীর নাম দিবেন। অনেকেই জানিয়েছেন তারা তাদের প্রিয় নেতার নামে পশু কোরবানী করবেন।

বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, গত বছরের ন্যায় এবারেও আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নামে পশু কোরবানি দেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী বলেন, গত বছরের মতো এবারের আমাদের পরিবারের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দেওয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License