আমাদের সিলেট ডটকম: সুরমা মেইল ট্রেনে জুস খেয়ে অজ্ঞান হয়ে পড়া অজ্ঞাতনামা (৮০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমজাদ হোসেন আমাদের সিলেট ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের লাশ বেওয়ারিশ হিসাবে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কোতয়ালী থানাকে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৬ যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এছাড়া, রাতে সুরমা মেইল সিলেট ছাড়ার সময় আরেক যাত্রীকে অজ্ঞান করে ফেলে অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের সকলকেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৮০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ ওসমানী হাসপাতালে মারা যান। বাকি ৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিলেট জিআরপি পুলিশের ওসি মো: আলমগীর হোসেন আমাদের সিলেট ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে সুরমা মেইল সিলেটে পৌঁছে। ট্রেনের সকল যাত্রী নেমে গেলেও তারা ট্রেনে থেকে যান। পরে পুলিশ তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। তাদের ধারণা, ট্রেনে জুস জাতীয় কিছু খাইয়ে তাদের অজ্ঞান করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর দুই জনের জ্ঞান ফেরে। তারা হলো-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজ আলী(৪০) এবং একই এলাকার দিগেন্দ্র দাস(৩৫)। অজ্ঞান থাকায় অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া, রাত ৮টার দিকে সুরমা মেইল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় অজ্ঞান পার্টির সদস্য কামাল মিয়াকে পুলিশ হাতে-নাতে গ্রেফতার করে। সে সিলেটের জৈন্তাপুরের এক ব্যক্তিকে জুস জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়া ওই ব্যক্তিকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আটক কামালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কামালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
আপডেট: সুরমা মেইলে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া ৬ যাত্রীর মধ্যে একজনের মৃত্যু
Wednesday, October 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment