নতুন বার্তা,ঢাকা: পাগলা গারদ নাকি জেল? লতিফ সিদ্দিকীকে এই দুই জায়গার কোনটাতে পাঠানো উচিত? এই ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে জঘন্য কমেন্ট করে সংবিধান এবং পেনাল কোড অনুযায়ী যে গুরুতর অপরাধ করেছে তাকে আর কোনোভাবেই মন্ত্রিসভায় রাখা উচিত নয়।
মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল এসব বলেন।
আরেক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকীর কটূক্তির নিন্দা সবাই করছেন, এমনকি আওয়ামী লীগও! কিন্তু এবিষয়ে বাম দলগুলো ও মানবাধিকার সংস্থাগুলি নীরব কেন? অন্য কোনো ধর্মের মানুষের বিশ্বাস বা ধর্ম পালন সম্পর্কে কটূক্তি হলে বামদল ও মানবাধিকার সংগঠনগুলি প্রচণ্ড সমালোচনা করেন। সেটা করা উচিতও। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি হলে উনাদের অনেকেই কেন নীরব থাকেন? কেউ জানেন কি?
No comments:
Post a Comment