যুদ্ধাপরাধী আব্দুল আলিমের বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ
নিজস্ব প্রতিবেদক : সিলেট গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধী আব্দুল আলিমের বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে।
আব্দুল আলিমের বিরুদ্ধে রায় ঘোষণার পর বুধবার ৯ অক্টোবর বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে রায় প্রত্যাখ্যান করে সর্বোচ্চ শাস্তিÍ দাবি করা হয়।
সমাবেশ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্যে প্রসিকিউশনের প্রতি বক্তারা আহ্বান জানান।
বক্তারা বলেন, আব্দুল আলিম একাত্তরে যখন গণহত্যায় মেতেছিল তখন কিন্তু মানবিক দিক বিবেচনা করেনি। তাই এখন তার ব্যাপারে মানবিকতা দেখানোর কোন সুযোগ নেই। এছাড়া বিচার হয়েছে একাত্তরেরর মানবতাবিরোধী অপরাধের। ওই সময় আব্দুল আলিম অসুস্থ বা বয়োবৃদ্ধ ছিলনা।
সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আল-আজাদ, সমাজকর্মী সৈয়ীদ বহলুল আহমদ, গণজাগরণ মঞ্চের কর্মী একুশ তাপাদার, বিনয় ভদ্র, বিশ্বপা ভট্টাচার্য মৌ, মতিউর রহমান, শহীদুজ্জামান পাপলু, প্রণব পাল, চৌধুরী নাইম বিন আতিক, রাজীব রাসেল, রোজি আক্তার, কানিজ ফাতেমা প্রমুখ।
No comments:
Post a Comment