সুরমা টাইমস রিপোর্টঃ মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নগরীর ভার্থখলাস্থ তার নিজ বাসভবন খান মঞ্জিলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। -মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কবি দিলওয়ার দীর্ঘদিন থেকে নানা রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার বাদ এশা ভার্থখলা শাহী ঈদগাহে তার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
যৌবনের কবি দিলওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানালো সিলেটবাসী। বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বৃহস্পতিবার বিকেলে কবির মরদেহ নিয়ে আসা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান সিলেটের সর্বস্তরের মানুষ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, জাতীয় পরিষদ সদস্য আনম শফিকুল হক, সিলেটের জেলা প্রশাসক শহীদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হাবীব, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ড. আবদুল ফতেহ ফাত্তাহসহ সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা।
গণমানুষের কবি দিলওয়ার খান ১৯৩৭ সালের ১ জানুয়ারি সিলেট নগরীর ভার্থখলায় জন্ম গ্রহণ করেন। তার বাবা মো. হাসান খান ও মা রহিমুন্নেসা। মহান মুক্তিযুদ্ধের সময় তার রচিত গান রণাঙ্গনের যোদ্ধাদের অনুপ্রাণিত করে। কবি দিলওয়ার ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০০৮ সালে সাহিত্যে অবদানের জন্য একুশে পদক লাভ করেন। কবি দিলওয়ার সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে দিলু ভাই হিসেবে পরিচিত ছিলেন।
চলে গেলেন কবি দিলওয়ার – শহীদ মিনারে শেষ শ্রদ্ধা
Thursday, October 10, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment