গণমানুষের কবি দিলওয়ারের জীবনাবসান
নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ একুশে পদকপ্রাপ্ত গণ মানুষের কবি দিলওয়ার আর নেই। বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলায় খান মঞ্জিলে নিজের বাসায় সবার প্রিয় দিলু ভাইয়ের ৭৭ বছরের কীর্তিময় জীবনের অবসান হয় (ইন্নালিল্লাহি...রাজিউন)।
এই কীর্তিমান পুরুষ রেখে গেছেন চার ছেলে, তিন মেয়ে ও বহু আত্মীয়-স্বজনসহ দেশে-বিদেশে অগণিত ভক্ত-অনুরাগী। প্রিয় দিলু ভাইয়ের জীবনাবসানের খবর প্রচারিত হওয়ামাত্র সিলেটসহ সারাদেশে সকল মহলে শোকের ছায়া নেমে আসে। অঝোর কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। অনেকে এ শোকসংবাদটি সহজে মেনে নিতে পারছিলেন না।
শেষখবর পাওয়া পর্যন্ত অগণিত শোকাহত মানুষ কবি ভবনে ছুটে যাচ্ছিলেন।
বাংলা মিডিয়া গ্রুপ গণমানুষের কবির জীবনাবসানে গভীর শোক প্রকাশ করছে।
No comments:
Post a Comment