আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর প্রাণকেন্দ্রে নির্মাণাধীন কাজিরবাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বৃহত্তর বরইকান্দি, মোলারগাঁও ও কামালবাজার ইউনিয়ন ও নগরীর ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের মৌবন সুপার মার্কেটের কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট মো. খালেদ জুবায়ের। লিখিত বক্তব্যে এলাকাবাসী অভিযোগ করে বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর স্মৃতিধন্য আধ্যাত্মিক নগরী সিলেট এর প্রাণ কেন্দ্র জনগণের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ৪ লেনের কাজিরবাজার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২০০৬ সালের ফেব্রæয়ারী মাসে। ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয় ৯৯ কোটি টাকা। ১৮ মাসের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ব্যয় বৃদ্ধি করে নির্মাণ ব্যয় প্রায় ১৯০ কোটি টাকা নির্ধারণ করে এবং ব্রিজের নকশা পরিবর্তন ও সংশোধন করে পুনরায় নির্মাণ আরম্ভ হয়। ২০১৩ সালের জুন মাসের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় ৮ বৎসরেও নির্মাণ কাজ শেষ হয়নি।
নির্মাণাধীন কাজিরবাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম দিকের বৃহত্তর বরইকান্দি, মোলারগাঁও, কামালবাজার ইউনিয়ন সহ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডভুক্ত এলাকায় কয়েক হাজার পরিবার বসবাস করে। এদেরকে বঞ্চিত করে নির্মাণাধীন কাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে যে এপ্রোচ রোড এর পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়ন হলে উলেখিত এলাকাসহ খোজারখলা এলাকার হাজার হাজার পরিবার সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে এবং অবহেলিত অনুন্নত এলাকায় পরিণত হয়ে পড়বে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে সব ধরণের উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে। এলাকার বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন, ব্রিজ হচ্ছে অথচ আমরা ব্রিজের সুবিধা পাব না। আমরা ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করবো আর উপরের দিকে শুধু তাকিয়ে দেখবো। এটা আমাদের জন্য চাঁদে যাওয়ার মত হয়ে পড়বে, যা অত্যন্ত দুঃখজনক। তাই সার্বিক বিবেচনায় নির্মাণাধীন কাজিরবাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম প্রান্তে একটি সংযোগ সড়ক নির্মাণ করা এলাকাবাসীর প্রাণের দাবী। এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আজমল খান, সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, বর্তমান সহ-সভাপতি খালেদ আহমদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, দপ্তর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য- এনএইচ শিপু, শাহ ইমাদ উদ্দিন নাসিরী, শিপন আহমদ ও এম এ খালিক, এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার-এর সাবেক পিপি এডভোকেট আব্দুল গফ্ফার, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, মোসাদ্দেক হোসেন মুসা, ফখরুল ইসলাম রুমেল, দিলওয়ার হোসেন রানা, শরীফ উদ্দিন, মফিজুর রহমান জুবেদ, এম সেবুল হাসান, বাবর আহমদ রনি, শামীম আহমদ, জায়েদ আহমদ ও বাবুল আহমদ প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়: কাজিরবাজার সেতুর দক্ষিণ পশ্চিম প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের দাবী
Tuesday, February 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment