কাদের মোল্লাকে অন্যায়ভাবে কিছু করা হলে সরকারকে চরম খেসারত দিতে হবে : জামায়াত
জামায়াতে ইসলামী সিলেট মহানগর নেতৃবৃন্দ বলেছেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যার নৃশংস খেলা থেকে সরকারকে সরে আসতে হবে।
তারা আরো বলেছেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের পরিণত সরকারের জন্য ধ্বংস ডেকে আনবে।
তারা হুশিয়ার করে দিয়ে বলেন, আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ভাবে আব্দুল কাদের মোল্লাকে কিছু করা হলে এর জন্য সরকারকে চরম খেসারত দিতে হবে।
বুধবার ১১ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসব সমাবেশে বক্তব্য রাখেন, দলের মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ ও মো. শাহজাহান আলী, অন্যতম নেতা মুফতি আলী হায়দার, আব্দুল্লাহ আল মুনিম, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাহমুদুর রহমান দিলওয়ার প্রমুখ।
No comments:
Post a Comment