জঞ্জালমুক্ত মহানগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করলেন মেয়র আরিফ

Wednesday, October 9, 2013

জঞ্জালমুক্ত মহানগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করলেন মেয়র আরিফ


নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট মহানগরবাসীকে স্থায়ীভাবে জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্ত করতে মহানগরীর ভেতর দিয়ে প্রবাহিত ছড়া (খাল) উদ্ধার ও সংস্কারে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে।


নগর ভবনে বুধবার ৯ অক্টোবর বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।


মেয়র আরো জানান, ইতোমধ্যে সরকারের কাছে এ ব্যাপারে একটি প্রস্তাব দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


আরিফুল হক চৌধুরী বলেন, দায়িত্ব নিয়েই তিনি পুলিশ-ম্যাজিস্ট্রেট ছাড়াই মহানগরীর ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত করেছেন। হকারদেরকে ঈদের পর লালদিঘি হকার্স মার্কেটে বসানো হবে। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পর খুলে দেয়া হবে কয়েকটি রাস্তা। ঈদের পূর্ব পর্যন্ত হকাররা জালালাবাদ পার্ক ও রেজিস্টারি মাঠে অস্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন। অন্যদিকে ঈদের পর ফুটপাতে টাইলস ও রেলিং লাগানো হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License