ইতালির নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩২

Tuesday, October 8, 2013

157ডেস্ক রিপোর্ট : ইতালির লাম্পেধুসা দ্বীপ সংলগ্ন সমুদ্র সীমায় বৃহস্পতিবারের নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩২ জন হয়েছে। মঙ্গলবার আরও কিছু মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।


বিবিসি জানায়, উদ্ধারকারী ডুবুরিরা ডুবে যাওয়া নৌকার খোল থেকে অন্তত ৩৮টি মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ইতালির সিসিলি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসী যাত্রীবাহী নৌকাটিতে আগুন ধরে যায়। পরে ডুবে যায় নৌকাটি । উপকূল থেকে মাত্র ১ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত নৌকাটি ৫০০ জনেরও অধিক যাত্রী বহন করছিল, তাদের মধ্যে ১৫৫ জন যাত্রী বেঁচে যান।


নৌকার যাত্রীদের অধিকাংশই ইরিত্রিয়া ও সোমালিয়ার অধিবাসী ছিল। বেশকিছুদিন ধরেই উত্তর আফ্রিকা ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে প্রচুর অবৈধ অভিবাসী ইতালিতে অনুপ্রবেশ করছেন। বেশিরভাগ অনুপ্রবেশই হয় জলপথে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License