যুক্তরাজ্যের ‘সমর্থন’ নিয়ে মিথ্যাচার করছে সরকার – বিএনপি

Saturday, July 26, 2014

আমাদের সিলেট ডটকম: ৫ জানুয়ারির নির্বাচনে যুক্তরাজ্যের ‘সমর্থন’ নিয়ে সরকার মিথ্যাচার করছে। অভিযোগ বিএনপির। দলটি বলছে, এর মাধ্যমে সরকারের অস্থিরতা এবং হতাশা পরিস্কারভাবে ফুটে উঠেছে। শনিবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর শেষে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাজ্য সরকার ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেনি। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘ডেভিড ক্যামেরন নির্বাচন প্রসঙ্গে বলেছেন, যা হওয়ার হয়েছে, এখন সামনে এগিয়ে যেতে হবে।’


ক্ষমতাসীনদের এ বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে শমসের মবিন বলেন, ‘যুক্তরাজ্য থেকে পাঠানো প্রেসনোটে কোথাও সরকারের এ ধরনের বক্তব্যের সঙ্গে মিল নেই। সেটি সম্পূর্ন ভিন্ন।’ তিনি বলেন, ‘মিথ্যাচার আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। এর আগে দীপু মনিও এ ধরনের মিথ্যাচার করেছেন। বিএনপি মনে করে, আওয়ামী লীগের একের পর এক মিথ্যাচারের ফলে বাংলাদেশের সঙ্গে আর্ন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টির সম্ভাবনা রয়েছে।’


বিএনপির এ নেতা বলেন, ‘সবচেয়ে বিস্ময়কর হচ্ছে, তথাকথিত সরকার প্রধান বিদেশিদের প্রতিক্রিয়া অস্বীকার ও মিথ্যাচার করে যাচ্ছেন। এ ধরনের মিথ্যাচার কূটনৈতিক সর্ম্পকের ক্ষেত্রে দৃষ্টিকটু ও রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি সব সময় সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনার মাধ্যমে সমাধান চায়। সংলাপ হলো জনমতের দাবি। একে উপেক্ষা করা মানে জনমতকে উপেক্ষা করা। স্বৈরাচার সরকার সেটিই করছে।’


ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ উন্নয়ন সহযোগী দেশগুলো সংলাপের মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের অবস্থান থেকে সরে যায়নি বলে দাবি করেন শমসের মবিন চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, আর্ন্তজাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License