সমাবেশ সফল করায় অভিনন্দন- মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির শোকরানা দোয়া মহফিল

Sunday, October 6, 2013

সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাসমাবেশ সফল করায় আজ রবিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী উদ্যোগে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির শোকরানা দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফ্ফার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সাবেক সংসদ সদস্য আবুল কাহির চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন চৌধুরী শামীম, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াছের চৌধুরী জুবের, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, ফয়সল আহমদ চৌধুরী, দিনার খান হাসু, এম এ মছব্বির, নাসিরুল হক শাহিন, মির্জা বেলায়েত আহমদ লিটন, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সুহাদ রব চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, আক্তার হোসেন খান জাহেদ, রেজাউল করিম আলো, রেজাউল করিম নাচন, দেওয়ান জাকির হোসেন খান, আনোয়ার হোসেন রাজু প্রমুখ।

সিলেটবাসীর প্রতি ১৮ দলীয় জোটের অভিনন্দন ঃ গত শনিবার সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে সিলেটের স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ সফল করায় সিলেটবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে ১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম. এ. হক এবং জোটের সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনসহ জোট নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।

তারা বলেন, ফ্যাসীবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে সিলেটে গত শনিবারের সমাবেশ সফল করে সিলেটবাসী প্রমাণ করেছে সিলেট থেকে আওয়ামীলীগের পতন শুরু হবে। নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকার পুনর্বহাল করে জাতীয় নির্বাচন ঘোষণার মাধ্যমে দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। সকল গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসীর সহযোগিতা অব্যাহত রাখার জন্য সিলেটের সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান জোট নেতৃবৃন্দ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License