গোলাপগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে অবরোধ, ক্ষুব্ধ হয়ে উঠেছে ব্যবসায়ীরা

Sunday, October 6, 2013

গোলাপগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। উপজেলা সদরে থানা সংলগ্ন মাঠে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মেলা বন্দের দাবীতে রোববার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন ব্যবসায়ীগণ। পরে প্রশাসনের হস্তক্ষেপে মেলা সাময়িক বন্ধের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয়া হয়।

বাংলাদেশ বেনারশী মসলিন ও জামদানী সোসাইটির উদ্যোগে বাণিজ্য মেলার আয়োজন করলে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ঈদের বাণিজ্যে তাদের ক্ষতি হবে মর্মে আপত্তি করে। বিষয়টি জটিল আকার ধারণ করলে গত ২০ সেপ্টেম্বর গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মেলা কর্তৃপক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিন্ধান্ত হয় গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঈদ-উল আযহার ১০ দিন পূর্বে মেলা বন্ধ করা হবে। ঈদের দিন থেকে পরবর্তীতে সরকারী বিধি বিধানের আলোকে আয়োজক পক্ষ মেলা পরিচালনা করবেন। গতকাল ছিল নির্ধারিত সময়ের শেষ দিন। এ ব্যাপারে প্রতিশ্র“তি ভঙ্গ না করার জন্য গত শনিবার বণিক সমিতির পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান চৌধুরী ও সেক্রেটারী আব্দুল আহাদ স্বাক্ষরিত একটি পত্র মেলার আয়োজক এমএম মঈন খান বাবলুকে অবহিত করে, এর অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রদান করা হয়। এরপরও গতকাল মূল গেইট বন্ধ করে ছোট গেইট দিয়ে লোকজন প্রবেশ করিয়ে মেলা চালানো হলে গোলাপগঞ্জের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

রোববার বিকাল ৫টায় ব্যবসায়ী গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান নিয়ে প্রতিবাদ করতে থাকলে দু’দিকে যানবাহন আটকা পড়ে। পরে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জমসেদ আহমদ ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলা বন্ধ করার প্রতিশ্র“তি দিলে ব্যবসায়ীরা ব্যারিকেড তুলে নেয়। গত ২০ সেপ্টেম্বর মেলা উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, বণিক সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মেলা কর্তৃপক্ষের প্রতিশ্র“তি অনুযায়ী ৬ সেপ্টেম্বর তা বন্ধ হবে বলে সর্বমহলকে অবহিত করা হয়েছিল। সে প্রতিশ্র“তি মেলা কর্তৃপক্ষ রক্ষা না করায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। আজ প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রাপ্ত সূত্রে জানা যায়।

এদিকে বাণিজ্য মেলা বন্ধের দাবী জানিয়েছেন গোলাপগঞ্জের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। তারা হলেন- এ ওয়াহাব প্লাজার সভাপতি বদরুল ইসলাম, সেক্রেটারী সৈয়দ আবু জাহেদ সিদ্দিক, নুর ম্যানশনের সভাপতি এমরান আহমদ, সেক্রেটারী শিপার আহমদ, আল হাসানা শপিং কমপ্লেক্সের সভাপতি মাহমুদ আলী চৌধুরী, সেক্রেটারী শাহনুর আহমদ, আল-মারওয়ার শপিং মলের সভাপতি মোস্তফা কামাল, সেক্রেটারী শামীম আহমদ, কুশিয়ারা কমপ্লেক্সের সভাপতি আফছর আহমদ, সেক্রেটারী শাহজাহান আহমদ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License