ডেস্ক রিপোর্ট : যদি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেয় এবং সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে তাহলে জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার এরশাদের বনানীস্থ কার্যালয়ে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখা জাপার নবগঠিত আহ্বায়ক কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,”আমরা কোনো অবস্থাতেই কাউকে ক্ষমতায় বসানোর নির্বাচনী ফাঁদে পা দেবো না।”
এরশাদ আরো বলেন, “২৫ অক্টোবর দেশে কি হবে তা নিয়ে দেশবাসী অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। এ নিয়ে আমরাও আতঙ্কিত।”
দেশ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে চলছে। জাতি এই সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি চায় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন,”দেশবাসী আজ দুই দলের ক্ষমতায় যাবার লড়াইয়ে দিশেহারা। তারা ক্ষমতা আকড়ে রাখার জন্য তারা দেশকে বারবার সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। তারা দেশ, জাতিকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়।”
এরশাদ বলেন,”শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম রক্তপাত এড়াতে। আমরা রক্তপাতে বিশ্বাস করি না।”
শাহবাগ চত্ত্বরের কারণে দেশ আজ আস্তিক-নাস্তিক দুই ভাগে বিভক্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
জাপা প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, মোঃ তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাচ্ছে না জাপা!
Tuesday, October 8, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment