জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের হাতে ৬ বাংলাদেশী নাগরিক আটক
এস. এস মিঠু, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের প্রায় ৬ কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় গ্রাম দুর্গাপুর এলাকা থেকে ৬ বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে।
এই ৬ জন হলো উপজেলার উচনা গ্রামের জিয়াউল হক, মতিউর রহমান, সায়েম উদ্দিন ও মো. আশরাফুল(২৮)। অন্য ২ জনের পরিচয় জানা য়ায়নি। তারা গরু ব্যবসায়ী। মঙ্গলবার ৮ অক্টোবর সকালে তাদেরকে আটক করা হয়। এছাড়াও দুর্গাপুর বিএসএফ ক্যাম্প এলাকায় আরো ১০ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ঘেরাও করে রাখা হয়েছে বলে জানা গেছে।
৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তাকে জানানো হয়, সোমবার ২০/২৫ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে গেলে ভারতীয় দুর্গাপুর এলাকায় বিএসএফ বাধা দেয়। এ সময় তারা এক বিএসএফ সদস্যের উপর চড়াও হলে ওই বিএসএফ সদস্য গুররুর আহত হয়। তখন বিএসএফ ৬ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক এবং আরো ১০জনকে ঘেরাও করে রাখে। আটককৃতদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে আটককৃতদের ছেড়ে দেয়ার জন্য বিএসএফের প্রতি আহবান জানিয়ে মঙ্গলবার বিকালে দিনাজপুরের হিলিতে ব্যটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠকের চিঠি দেয়া হয়।
No comments:
Post a Comment