বিএনপি নেতা আলীমের মামলার রায় বুধবার

Tuesday, October 8, 2013

47427_alimmmডেস্ক রিপোর্ট : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় বুধবার ঘোষণা করা হবে। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করেন।

এর আগে ২২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে জামিন বাতিল ঘোষণা করে মামলার রায় যেকোন দিন দেয়া হবে মর্মে অপক্ষেমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আলীমের জামিন আবেদন বাতিল করে তাকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে থেকে তিনি শর্তসাপেক্ষে ট্রাইব্যুনালের নির্দেশে জামিনে ছিলেন।

২০১২ সালের ১১ জুন আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। টানা ১ বছর ৩ মাস কার্যক্রম শেষে এ মামলা সমাপ্ত করার পরে রায়ের জন্য ঠিক করেন।

প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর তুরিন আফরোজ মামলায় শেষ পর্বের যুক্তি খ-ন শেষ করেন। তার আগে প্রসিকিউটর রানা দাসগুপ্ত তার যুক্তি উপস্থাপন করেন।

অন্যদিকে আলীমের পক্ষে তার আইনজীবী এ এইচ এম আহসানুল হক হেনা, আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন।

পরে প্রসিকিউটর রানা দাসগুপ্ত অভিযুক্ত আব্দুল আলীমের জামিন বাতিলের জন্য আবেদন করেন। অন্যদিকে রায় ঘোষণা না করা পর্যন্ত আলীমের জামিন বহাল রাখার আবেদন করেন আসামিপক্ষ। তবে আদালত তার জামিন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেন।

আলীমের মামলায় ১৫ সেপ্টেম্বর থেকে আসামিপক্ষের যুক্তি খ-ন শুরু হয়। এর আগে গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৪ কার্যদিবসে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করেন।

আলীমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ৩৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ২ জনের জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। আব্দুল আলীমের পক্ষে ৩ জন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

গত বছরের ২৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করে দেন। ওই দিন একই সঙ্গে তার জামিনের মেয়াদ ১১ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৫ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) রেজিস্ট্রারের কাছে দাখিল করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। ২৭ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন ও আগুন ধরিয়ে দেয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে ৩ হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এতে ৭ ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাইব্যুনালে। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত মোট ২৮টি ঘটনার ১৭টি আমলে নিয়ে ট্রাইব্যুনাল এ অভিযোগ গঠন করে আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। ৩১ মার্চ তাকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেন ট্রাইব্যুনাল। পরে শুনানিতে পর্যায়ক্রমে কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License