হাতঘড়ি বলে দেবে আপনি কতোদিন বাঁচবেন!

Tuesday, October 8, 2013

ghore.thumbnailডেস্ক রিপোর্ট : কল্পনা করুন তো, পৃথিবীতে আপনি কতোদিন বাঁচবেন তার সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব কষে দিচ্ছে আপনার হাতের ডিজিটাল ঘড়িটি। এমনটাই দাবি করছে ‘টিকার’ নামক ঘড়িটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিঃসন্দেহে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি আলোচনার কোন অবকাশ নেই। তা সত্ত্বেও তথ্য হিসেবে বিচিত্র এ খবরটা অনেকেরই নজর কাড়বে। নতুন নতুন অত্যাধুনিক গ্যাজেটগুলোতে প্রযুক্তিগত উন্নতির ছাপটা স্পষ্ট। সর্বশেষ সংযোজিত এ ডিজিটাল হাতঘড়িটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে। যিনি ঘড়িটি হাতে পরবেন, তাকে ব্যক্তিগত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে রয়েছে তার স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস ও বয়স। এরপর ঘড়িটিতে একটি স্বয়ংক্রিয় টাইমার সেট হয়ে যাবে। আপনি কতোদিন বাঁচবেন তার সুনির্দিষ্ট বছর, মাস, দিন, মিনিট ও সেকেন্ডের হিসাব দিয়ে দেবে অটো টাইমারটি। ঘড়িটির ডিজাইনাররা বলছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে ঘড়িটির ব্যবহারকারীকে তার সময়ের মূল্য সম্পর্কে সতর্ক করে দেয়া। ঘড়িটির ব্যবহারকারীরা হেলাফেলায় বা অযথা সময় অপচয় করবেন না, এমনটিই আশা করছেন তারা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License