দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলাবাসীকে গ্যাস সংযোগ না দিলে এ জনপদের উপর দিয়ে কোন গ্যাস লাইন অন্যত্র নিতে দেয়া হবে না। তিনি বলেন, গ্যাসের দাবীতে দক্ষিণ সুরমাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। অথচ আমাদের দাবীকে অবজ্ঞা করে সরকার আমাদের উপর দিয়েই পার্শ্ববর্তী দুটি উপজেলায় গ্যাস সংযোগ দিচ্ছে। তিনি বলেন, গ্যাসের দাবীতে দক্ষিণ সুরমাবাসী তীব্র আন্দোলনের ডাক দেবে।
তিনি গতকাল সোমবার দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের লালারগাঁও গ্রামবাসীর উদ্যোগে গ্যাসের দাবীতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পুষ্পাঙ্গন সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী এম এ হকের সভাপতিত্বে এবং ছাত্রনেতা নজমুল হক তাহেরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ক্বারী আব্দুর রব, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মাস্টার মোঃ হাবিব উল্লাহ, সমাজসেবী আব্দুল হাফিজ, মোশাহিদ বিন মোকাব্বির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা আবু বকর, এনামুল হক, শেখ এমরান হাবীব, হাজী আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুল হাদী, সামসুল ইসলাম লিটন, আবু বক্কর আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি
গ্যাসের দাবীতে প্রয়োজনে আন্দোলনে যাবে দক্ষিণ সুরমাবাসী: মাওলানা লোকমান আহমদ
Monday, October 7, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment