বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাবিলপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে। এসময় ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় আহত হয়েছেন চার গ্রামবাসী। আহতরা হলেন- কাবিলপুর আবুল কালাম উরফে গেদা বুলু (২৭), জমসিদ আলী (৪৫), ফজর আলী (৩৫) ও সুন্দর আলী (২৪)।
জানা গেছে, শুক্রবার রাত তিনটায় উপজেলার কাবিলপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলামের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। ডাকাতদল ঘরের বারান্দার কলাপসেবুল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মূখে পরিবারের সকলকে জিম্মি করে বেঁধে ফেলে এবং মহিলাদের পড়নের কানের স্বর্ণের দোল ও চেইনসহ প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, ২টি মোবাইল, টর্সচলাইটসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় প্রবাসীর বোন মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর স্ত্রীর মোবাইল ফোনে বাড়িতে ডাকাত প্রবেশের কথা জানান। রজব আলী চেয়ারম্যান মসজিদের মাইকে গ্রামে ডাকাত প্রবেশ করেছে বলে ঘোষণা করলে গ্রামবাসী ডাকাতদলকে প্রতিহত করতে এগিয়ে আসেন। গ্রামবাসী ধাওয়া করলে একপর্যায়ে ডাকাত দল পালিয়ে যেথে সক্ষম হয়। এসময় ডাকাতদের হামলায় আহত হন গ্রামের চারজন। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পরদিন শনিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এব্যাপারে প্রবাসীর ভাই বাদশা মিয়া বলেন, শুক্রবার রাতে আমরা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার সময় ১০-১২ জনে একটি ডাকাতদল অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরের দরজা ভাঙ্গার শব্দ পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠি তখন দেখতে পাই কয়েকজন ডাকাত দরজা ভেঙ্গে আমার রম্নমে প্রবেশ করেছে। এসময় ডাকাতরা আমাকে ও পরিবারের সবাইকে বেঁধে ফেলে। ডাকাতদের হাতে পাইপহগানসহ দেশীয় অস্ত্র ছিল। ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতদল নিয়ে যায় বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment