সুনামগঞ্জ শহরে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

Sunday, October 6, 2013

সুনামগঞ্জ পৌর শহরে দুর্বৃত্তদের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছে। আহত এমদাদুল হক (৩৮) ও ডলি আক্তারকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোররাতে পৌর শহরের বলাকা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, নির্বাচনী বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে। এমদাদুল হকের বড় ভাই আবদুস সালাম জানান, তাঁদের মূল বাড়ি পৌর শহরের ষোলঘর এলাকায়। এমদাদ তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে বেশ কয়েক বছর ধরে বলাকা পাড়ায় বসবসা করছেন। রোববার ভোররাতে প্রচুর বৃষ্টি ছিল। এ সময় ঘরের পিছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে। এমদাদ তাদের বাঁধা দিলে তাকে মারপিট শুরু করে দুর্বৃত্তরা। ডলি আক্তার স্বামীকে বাাঁচাতে গেলে হামলাকারীরা তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে দুইজনই গুরুতর আহত হন। দুর্বৃত্তরা চলে গেলে ফোনে তার ভাইদের বিষয়টি জানান এমদাদ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল সালাম জানান, তাঁর ভাই গত পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন। নির্বাচনী বিরোধের কারণেই এই হামলার শিকার হয়েছেন। হামলার সময় আশেপাশের লোকজন যাতে এগিয়ে না আসতে পারে সেজন্য হামলাকারীরা পাশের কয়েকটি বাড়ির গেট লোহার শিকল দিয়ে বেধে রেখেছিল।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে। পূর্ব শত্র“তার জের ধরে এই ঘটনা ঘটেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License