জোট-মহাজোটের বাইরে বিকল্প রাজনৈতিক য় গড়ে তোলার আহবান – মুজাহিদুল ইসলাম সেলিম

Sunday, October 6, 2013

রোববার রাত ৮টায় মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে সিপিবি-বাসদের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় পদ্মা সেতু-হলমার্ক কেলেঙ্কারীসহ সরকারের উচ্চপদস্থ ব্যাক্তিদের ব্যাক্তিদের ধারাবাহিক দুর্নীতির কথা উলে­খ করে তিনি বলেন, দুর্নীতির পাশাপাশি সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানের মতো দেশের স্বার্থবিরোধী অনেক সিদ্ধান্ত করে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে, যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে বিরোধীদল রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টায় মত্ত। বিএনপি এবং আওয়ামী লীগ দু’দলই ক্ষমতায় থাকলে দেশের স্বার্থবিরোধী কাজ করে এবং বিরোধী দলে থাকলে দেশের উন্নয়নের কথা শোনায়। তাই এখন সময় হয়েছে জোট-মহাজোটর প্রথাগত রাজনীতির বাইরে এসে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে প্রগতিশীল বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার।

জনসভায় কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর আহমেদ, জেলা কমিটির সাধারন সম্পাদক নিলিমেষ ঘোষ, সদস্য মকবুল হোসেন, বাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, জেলা কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ প্রমুখ। জনসভা শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License