শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি) প্রেসক্লাবের ২০১৩-১৪ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গাজী সাদেক (যুগান্তর) ও সেক্রেটারী পদে আতিক মাহবুব (যায়যায় দিন ) নির্বাচিত হয়েছেন।
রোববার ভোট গ্রহণ শেষে সকাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুয়্যিদ হাসান। এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম টিটু (ইন্ডিপেন্ডেন্ট), যুগ্ম-সম্পাদক শাহরিয়ার ইকবাল (আলোকিত সিলেট), কোষাধ্যক্ষ ফয়েজ মোরতাজা (আমার দেশ), অফিস সম্পাদক জাবেদ ইকবাল (বিডিনিউজ) এবং কার্যকরী সদস্য পদে কাজী রাকিন (নয়াদিগন্ত), হাসান আদিল (উত্তরপূর্ব) ও আসাদুজ্জামান নয়ন (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।
সকাল সাড়ে দশটায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া, প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শামছুল আলম ও সাধারণ সম্পাদক ড. মস্তাবুর রহমান,ডেপুটি রেজিস্ট্রার মো. ফজলুর রহমান প্রমুখ।
পরে নির্বাচিত সদস্যরা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া ও ট্রেজারার প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসে
শাবি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত – সাদেক সভাপতি আতিক সেক্রেটারী
Sunday, October 6, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment