লন্ডনবাংলা উইম্যান নেটওয়ার্কের মতবিনিময় সভা

Tuesday, October 8, 2013

এনএনবি-লন্ডন

ব্রিটিশ বাঙালি মহিলারা বৃটেনের বহুজাতিক সমাজে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করছেন। নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রিটিশ সমাজে নিজেদের স্থান করে নিয়েছেন এটি আমাদের জন্য গর্বের বিষয়। এ মন্তব্য লন্ডন সফররত বিশিষ্ট সাংবাদিক আহমেদ নূরের। তিনি বলেন, রাজানীতি সমাজসেবা ও চাকুরি ক্ষেত্রে ব্রিটিশ বাঙালি মহিলারা পুরুষদের চেয়ে অনেক এগিয়ে।




গতকাল ৭ অক্টোবর বিকেলে লন্ডনবাংলা উইম্যান নেটওয়ার্কের সাথে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন। লন্ডনবাংলা উইম্যান নেটওয়ার্কের চেয়ারপার্সন ও আসছে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রক্ষনশীল দলের একমাত্র বাঙালি প্রার্থী মিনা রহমানের সভাপতিত্বে ও নেটওয়ার্ক সদস্য ফাতিমা নার্গিসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন সফররত দৈনিক খবর পত্রের সিলেট ব্যুরোচীফ এম.এ মতিন। উইম্যান নেটওয়ার্কের কার্যক্রম কালের কণ্ঠের ব্যুরো চীফ আহমেদ নূরকে নেটওয়ার্কের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনালগ্রীন নর্থ ওয়ার্ডের লেবার দলীয় কাউন্সিলার জেনেট রহমান, রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ, যুবনেতা জামাল আহমেদ খান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, হাফিজুর রহমান, এনামুল করীম, আমিনুর রহমান, আব্দুল মালেক প্রমুখ।

সাংবাদিক আহমেদ নূর ও এম.এ মতিনকে উইম্যান নেটওয়ার্কের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License