ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার অতীর বাড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটক করতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান অব্যাহত রেখেছে। ইতিপূর্বে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদেরকে কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী পুলিশ ও র্যাব বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান যাদেরকে আটক করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তাদের কাছ থেকে ছিনতাইকৃত কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্ত অনেকটা সফলতার দিকে এগুচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সিলেট-ঢাকা দক্ষিণ সুরমার অতিরবাড়ী নামকস্থানে ব্র্যাক ব্যাংকের প্রাইভেট কারের গতিরোধ করে সিলেট থেকে বিশ্বনাথ যাওয়ার পথে ১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও র্যাব-৯ টাকা উদ্ধারের অভিযানে নামে।
No comments:
Post a Comment