৪০০ টাকায় মাসব্যাপী থ্রিজি সেবা দেবে গ্রামীণফোন

Tuesday, October 8, 2013

47431_ggggডেস্ক রিপোর্ট : বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন। প্রথমত বসুন্ধরা বারিধারার গ্রাহকদের জন্য থ্রিজি চালু হলেও ২০১৪ এর মধ্যে ৬৪টি জেলা শহরে এ সেবা পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বসুন্ধরা বারিধারার গ্রামীণফোন ভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।

এখন থেকে থ্রিজির আওতায় থাকা এলাকার গ্রাহকরা গ্রামীণফোনের থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। দুটি গতি স্তরের ভিত্তিতে এই প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে। ৫১২ কেবি/সে গতির অধীনে ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৪০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ৮০০ টাকায় স্মার্ট প্ল্যান যার অন্তর্ভুক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮ জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ৯৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

১ এমবি/সে গতির অধীনে ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ১ হাজার ১০০ টাকায় স্মার্ট প্ল্যান যার অন্তর্ভুক্ত থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮ জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ১ হাজার ২৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

গ্রামীণফোনের থ্রিজি সক্ষম নম্বরে ভিডি কল করতে খরচ হবে প্রতি মিনিট ১.২০ টাকা (১০ সেকেন্ড পালস)। অন্যান্য অপারেটরে ভবিষ্যতে ভিডি কল করা যাবে।

গ্রামীণফোনের সিএম অ্যালান বনকে বলেন, গ্রাহকদের কাছে থ্রিজি পৌঁছে দেয়ার এই মুহূর্তটি গ্রামীণফোনের জন্য অত্যন্ত গর্বের। গ্রাহকরা গ্রামীণফোনের কাছে যেমনটি আশা করে সেই সেরা নেটওয়ার্ক এবং প্রতিযোগিতামূলক মূল্যে সেবা আমরা তাদের দেবো। আজ থেকে আমার গ্রাহকের চাহিদা, সামর্থ্য এবং ব্যবহৃত ডিভাইসের ভিত্তিতে ৩টি প্যাকেজ চালু করছি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License