সিলেটে হাই-টেক পার্ক স্থাপন সময়ে র দাবি হয়ে উঠেছে : বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম বলেছেন, অর্থনৈতিক দিক থেকে সিলেট একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার প্রবাসীরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই এখানে হাই-টেক পার্ক স্থাপন সময়ের দাবি হয়ে উঠেছে।
মঙ্গলবার ৮ অক্টোবর সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'বাংলাদেশে হাই-টেক শিল্পের বিকাশ ও উন্নয়নে সিলেটে হাইটেক পার্ক স্থাপন : সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, তথ্য প্রযুক্তির বিকাশে সিলেটে হাই-টেক পার্ক স্থাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে তথ্য প্রযুক্তি ব্যবস্থা আরো সহজ হয়ে উঠবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। নির্ধারিত আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এম .শহীদুর রহমান এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির একই বিভাগের প্রধান চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ। এছাড়াও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment